• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের সাদামাটা শুরু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০২:৩১ পিএম
বাংলাদেশের সাদামাটা শুরু 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের জন্য শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার। আর বাংলাদেশের জন্য হচ্ছে সম্মান বাঁচানোর ম্যাচ। হোয়াট ওয়াশ এড়াতে শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

শুরুতেই ওপেনার শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপর ওপেনার মোহাম্মদ নাঈম ও আফিফের ব্যাটে আগাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩রান করেছে টাইগাররা। 

১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে বাংলাদেশ। 

নাঈম ব্যাট করছেন ২০* রানে। আর আফিফের ব্যাট থেকে এসেছে ৩* রান। 

২২ রানে আউট হয়েছেন শামীম হোসেইন।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাইম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,  হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, ইফতেকার আহমেদ, উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি।

Link copied!